ব্রাহ্মণাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ (ব্রাহ্মণাড়িয়া-২ আসন) থেকেই নির্বাচন করব। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সরাইল উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব ইনশাআল্লাহ। বৃদ্ধ মাকে ঢাকার মাটিতে আল্লাহর জিম্মায় রেখে প্রতি সপ্তাতে দুই তিন দিন এই মাটিতে পড়ে থাকি তামাশা করার জন্য না। আমাকে বহিরাগত বলো। আমার বাবা এখান থেকে নির্বাচন করেছেন। আমি এখান থেকেই নির্বাচন করব।
প্রতিদ্বন্দ্বি প্রার্থী নুরুজ্জামান লস্কর তপুকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেন, আমি নাকি থাকব না, আমি নাকি চলে যাব। ঢাকা শহরে অসুস্থ মাকে আল্লাহর জিম্মায় রেখে প্রতি সপ্তাহে এই মাটিতে আসি ফাজলামো করতে না। কয়টা মামলা আছে তোমাদের বিরুদ্ধে। একা আওয়ামী লীগের ৩০০ এমপির বিরুদ্ধে লড়াই করেছি। রাজ পথে রক্ত দিয়েছি। ১০১ জনের নাম প্রকাশ করতে পারো নাই। এখন তুমি নির্বাচন করবা। আরে আমার ঘরের কাজের লোক এবং আমার ড্রাইভারও নির্বাচন করতে চায়। আমি বলি, গণতন্ত্রের দেশ, নির্বাচন কর।’
সরাইল-আশুগঞ্জকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমার হাতকে শক্তিশালী করুন। আমার হাতকে শক্তিশালী করা মানে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা, বিএনপির হাতকে শক্তিশালী করা।
রুমিন ফারহানা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে আরও অন্তত চার প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন- সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ শামীম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আহসান উদ্দিন খান শিপন ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ দে।