ভারত ও ভিয়েতনাম থেকে মোট ৩৮ হাজার ৮৮০ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (১২ মার্চ) দুটি জাহাজ চাল নিয়ে বন্দরে নোঙর করেছে। নমুনা পরীক্ষার পর খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান, সরকারি পর্যায়ের চুক্তি (জি-টু-জি) অনুযায়ী ভিয়েতনাম থেকে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ট্রংগান শিপ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। অন্যদিকে, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ২১ হাজার ৮০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি রেক এলিট জাহাজ বন্দরে পৌঁছেছে।
এর আগে, ৮ মার্চ খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ভারত থেকে আমদানি করা আরও ৬ হাজার মেট্রিক টন সেদ্ধ চালবাহী এমভি পিএইচইউ জাহাজও চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এনিয়ে সাম্প্রতিক সময়ে চালের মজুত বাড়াতে ভারত ও ভিয়েতনাম থেকে উল্লেখযোগ্য পরিমাণ চাল দেশে এসেছে, যা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
thebgbd.com/NA