ঢাকা | বঙ্গাব্দ

সাড়া ফেলছে প্যালেস্টাইন কোলা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য বাজারে প্রভাব পড়েছে।
  • | ১৪ মে, ২০২৪
সাড়া ফেলছে প্যালেস্টাইন কোলা সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য বাজারে প্রভাব পড়েছে। এর মধ্যে আমেরিকান কয়েকটি পণ্যের প্রবৃদ্ধিতে ভাটা পড়ার খবর মিলেছে। অপরদিকে নির্দিষ্ট কিছু বিকল্প পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। এমন একটি কোমল পানীয় ব্র্যান্ড ‘প্যালেস্টাইন কোলা’। 


সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা জায়ান্ট কোম্পানিকে বয়কটের কারণে অনেকের কাছে পেপসি ও কোকা-কোলার বিকল্প হয়ে উঠেছে প্যালেস্টাইন কোলা। ফিলিস্তিন বংশোদ্ভূত তিন সুইডিশ সহোদর গত মার্চে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন। 


তিন সহোদর হুসেইন, মোহাম্মদ ও আহমেদ হাসুন সুইডেনের মালমো শহরে বসবাসকারী ব্যবসায়ী। ছয় মাস আগে পেপসি ও কোকা-কোলার বিকল্প কোমল পানীয় বাজারে আনার উদ্যোগ নেন তাঁরা। নতুন এ ব্র্যান্ডকে বিশ্বব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা তাঁদের।


এরইমধ্যে প্যালেস্টাইন কোলার জন্য নির্দিষ্ট ভোক্তা বাজারের সন্ধান পাওয়া গেছে। সুইডেনে এমন কিছু রেস্তোরাঁ রয়েছে যেখানে ইসরায়েলের প্রতি ইউরোপের সমর্থনের কারণে মার্কিন ব্র্যান্ডগুলোর পণ্য বিক্রি করতে চায় না। সেসব রেস্তোরাঁয় প্যালেস্টাইন কোলার চাহিদা বেড়েছে বলে জানান উদ্যোক্তারা।


কোমল পানীয় প্যালেস্টাইন কোলা অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায়ও বেশ সাড়া ফেলেছে। অনেকেই এই পানীয়টির বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। যারা পান করেছেন তাঁরা এর প্রশংসা করেছেন। 


প্যালেস্টাইন কোলার উদ্যোক্তারা সুইডেনে দাতব্য সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন, যার নাম হবে সাফাদ ফাউন্ডেশন। এর মাধ্যমে সংগ্রহ করা তহবিল ফিলিস্তিনের সাহায্য প্রকল্পগুলোয় দান করা হবে বলে জানিয়েছেন তাঁরা।