জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
আজ (মঙ্গলবার, ১৪ জানুয়ারি) আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ মিয়া।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তৃতীয় দিনের শুনানি শেষে আপিল বিভাগ আজকের তারিখ নির্ধারণ করেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির কাজ পরিচালনা করবেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এই মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
হাইকোর্টে আপিলের পর একই বছরের ২৮ মার্চ খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। আপিল বিভাগের মাধ্যমে খালেদা জিয়া সেই রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
এই মামলায় আপিল বিভাগ ২০২৪ সালের ১১ নভেম্বর তার সাজা স্থগিত করেছিলেন। এর পরই বিএনপি চেয়ারপারসন তার সাজা বাতিলের জন্য আপিল করেন।
আজকের শুনানির মাধ্যমে মামলার পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ হবে বলে আশা করা হচ্ছে।
thebgbd.com/NIT