ঢাকা | বঙ্গাব্দ

ওমব্যাট কোলে তুলে বিপাকে মার্কিন ইনফ্লুয়েন্সার

সোশ্যাল মিডিয়ায় লাইক পাওয়ার জন্য ইনফ্লুয়েন্সার ব্যক্তি একটি ওমব্যাটকে ভুলভাবে ব্যবহার করেছেন।
  • অনলাইন ডেস্ক | ১৩ মার্চ, ২০২৫
ওমব্যাট কোলে তুলে বিপাকে মার্কিন ইনফ্লুয়েন্সার শিশু ওমব্যাট কোলে স্যাম এবং ছেড়ে দেওয়ার ছবি।

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চল দিয়ে রাতের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মার্কিন ইনফ্লুয়েন্সার এবং জীববিজ্ঞানী সামান্থা স্ট্রেবল যাকে অনলাইন দুনিয়া স্যাম জোন্স নামেই বেশি চেনে। হঠাৎই তার গাড়ির জোরালো আলোকে রাস্তার ওপরে কিছু নড়াচড়া দেখতে পান তিনি। এরপরের ঘটনা বিশ্ব দেখেছে স্যামের ইন্সটাগ্রাম একাউন্টে। 


পোস্ট করা সেই ভিডিও ক্লিপে দেখা যায় একটা ছোট বন্য প্রাণী স্যামের কোলে। সেটি ছিল একটি শিশু ওমব্যাট। বড় ইদুর ধরনের এই প্রাণীটির আবাস শুধু অস্ট্রেলিয়াতেই দেখা যায়। স্যামকে দেখা যায় শিশু ওমব্যাটকে কোলে তুলে ক্যামেরার সামনে বলছেন, ‘একটি বাচ্চা ওমব্যাটকে ধরেছি’। তারপর তিনি ওই ওমব্যাটটিকে রাস্তার পাশে রেখে দেন।


ক্লিপটি সেখানেই শেষ হলেও ভিডিওটি বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং প্রাণীপ্রেমীদের উভয়কেই উত্তেজিত করে তুলেছে এবং এটি নিয়ে উদ্বেগ অস্ট্রেলিয়ান সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়া সফররত স্যামকে তুলোধুনো করেছেন এবং ‘শিশু ওমব্যাটকে একা ছেড়ে দেয়ার’ আহ্বান জানিয়েছেন। সিডনি থেকে এএফপি এ খবর জানায়। 


ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপে শিশু ওমব্যাটকে বিরক্ত করতে দেখা যাওয়ায় তিনি এই আহ্বান জানান। ‘এটি বেশ ভয়াবহ দেখাচ্ছিল, তাই না?’ পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনকে বলেন। ‘আমার মনে হয় যারা এটা দেখেছেন তারা সবাই ভেবেছেন, দেখুন, বাচ্চা ওমব্যাটকে একা ছেড়ে দিন।’ 


অস্ট্রেলিয়ার ওমব্যাট প্রোটেকশন সোসাইটি বলেছে, সোশ্যাল মিডিয়ায় লাইক পাওয়ার জন্য ইনফ্লুয়েন্সার ব্যক্তি একটি ওমব্যাটকে ভুলভাবে ব্যবহার করেছেন। তারপর তিনি দুর্বল ওমব্যাট শিশুটিকে একটি গ্রামের রাস্তায় ছেড়ে দেন, যা এটিকে রাস্তায় সম্ভাব্য হত্যার ঝুঁকিতে ফেলে দেয়।


জাতীয় জাদুঘরের তথ্য অনুসারে, অস্ট্রেলিয়ার গোলাকার দেশীয় ওমব্যাট বিশ্বের বৃহত্তম গর্ত খোড়া প্রজাতির মধ্যে একটি। যদিও কিছু প্রজাতি বিপন্ন বলে বিবেচিত হয়, তবে দক্ষিণ ও পূর্ব অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে সাধারণত নাকওয়ালা ওমব্যাট পাওয়া যায়।


সূত্র: এএফপি


এসজেড