প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সাবেক স্বৈরশাসক সরকারের অর্থায়নে নির্মিত ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে ধর্ম মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। শফিকুল আলম বলেন, “৫৬০টি মসজিদ নির্মাণে ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। অনেকেই দাবি করেছিলেন, এই প্রকল্পে সৌদি সরকারের অনুদান ছিল। তবে প্রকৃতপক্ষে সৌদি আরব এক টাকাও দেয়নি। প্রতিটি মসজিদের নির্মাণ ব্যয় গড়ে ১৭ থেকে ১৮ কোটি টাকা হয়েছে, যেখানে দক্ষ ব্যবস্থাপনায় ৭-৮ কোটি টাকাতেই সম্ভব ছিল।”
তিনি আরও জানান, মসজিদ নির্মাণে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে, যা কেবিনেট বৈঠকে আলোচনা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি প্রতিষ্ঠানে দ্রুত নিয়োগের নির্দেশ
প্রেস সচিব আরও বলেন, সরকারি বিভিন্ন সংস্থায় প্রচুর শূন্যপদ রয়েছে। এসব শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। কেবিনেট সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তী বৈঠকে বিস্তারিত তথ্য উপস্থাপন করার জন্য, যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়।
বাংলাদেশ-নেপাল বিদ্যুৎ বিনিময় প্রসঙ্গে আলোচনা
সরকারি পাওনা আদায় সম্পর্কেও বৈঠকে পর্যালোচনা করা হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, “আমরা আশা করছি, দ্রুতই বিভিন্ন কোম্পানির পাওনা পরিশোধ সংক্রান্ত জটিলতা সমাধান হবে। এছাড়া, গ্রীষ্মকালে নেপাল বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে। কিন্তু শীতকালে নেপালে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, যখন বাংলাদেশের চাহিদা তুলনামূলক কম থাকে। এই পরিস্থিতিতে শীতকালে বাংলাদেশ থেকে নেপালে কীভাবে বিদ্যুৎ সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।”
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ
চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিয়েও কেবিনেট বৈঠকে আলোচনা হয়। শফিকুল আলম বলেন, “বর্ষাকালে চট্টগ্রামের জলাবদ্ধতা জনজীবন বিপর্যস্ত করে তোলে। এ সমস্যা সমাধানে নেওয়া প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। অনেক প্রকল্প সন্তোষজনকভাবে এগোচ্ছে, যা আশাব্যঞ্জক। আগামী বর্ষায় পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে, যদিও সম্পূর্ণ জলাবদ্ধতা নিরসনের বিষয়ে এখনই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।”
সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি প্রমুখ উপস্থিত ছিলেন।
thebgbd.com/NA