ঢাকা | বঙ্গাব্দ

মতলব উত্তর উপজেলা যুবদল নেতা নোমান বহিষ্কার

প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামান নোমানকে বহিষ্কার করা হয়েছে।
  • | ১৪ মে, ২০২৪
মতলব উত্তর উপজেলা যুবদল নেতা নোমান বহিষ্কার সংগৃহীত

দলীয় নির্দেশ ভঙ্গ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামান নোমানকে বহিষ্কার করা হয়েছে।


সোমবার (১৩ মে) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার নির্দেশক্রমে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দের স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।


জানা গেছে, বাংলাদেশের আওয়ামী লীগের গুণকীর্তন করে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করে সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান নোমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।


হাসানুজ্জামান নোমান মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী এলাকার বাসিন্দা।

 

এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


তবে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করায় সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে চাঁদপুর জেলা যুবদল কারণ দর্শানোর জন্য শোকোজ করে, তিনি সঠিক জবাব না দেয়ার কারণে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করেছে।


এ ছাড়াও ওই চিঠিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম জুয়েল, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা যুবদলের আহবায়ক লিটন আহম্মেদকে বহিষ্কার করা হয়েছে।


প্রসঙ্গত, গত ৮ মে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।