ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে অ্যাটর্নি জেনারেল হিসেবে সদ্য নিয়োগ পাওয়া ম্যাট গেটজ পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন। তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই মনোনয়ন থেকে তার নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত জানান। গেটজ বলেন, ওয়াশিংটনে বিতর্কে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই এবং ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগকে কার্যকরভাবে কাজ শুরু করতে হবে, তাই তিনি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। গত সপ্তাহে, ট্রাম্প গেটজকে অ্যাটর্নি জেনারেলের পদে মনোনীত করেন। তবে মনোনয়ন সংক্রান্ত বিতর্কের কারণে নতুন প্রশাসনের কাজ ব্যাহত না হওয়ার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
কিছুদিন আগে ১৭ বছরের কম বয়সী এক কিশোরীকে যৌন সম্পর্কের জন্য প্ররোচিত করার অভিযোগে নৈতিকতা কমিটির তদন্তের সম্মুখীন হন গেটজ। তিনি গত সপ্তাহে প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেন। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। এছাড়া, রিপাবলিকান দলীয় অনেক আইনপ্রণেতা গেটজের এই মনোনয়ন সমর্থন করেননি। তারা তাকে যৌন কেলেঙ্কারি, মাদক গ্রহণের অভিযোগসহ সাবেক স্পিকার কেভিন ম্যাককার্থির অপসারণের পেছনের মূল ব্যক্তি হিসেবে মনে করেন।