ঢাকা | বঙ্গাব্দ

এপি, এফপি ও রয়টার্সের সঙ্গে চুক্তি বাতিল

ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার জন্য ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয় নিউজওয়্যার চুক্তি বাতিলের পদক্ষেপ।
  • অনলাইন ডেস্ক | ১৪ মার্চ, ২০২৫
এপি, এফপি ও রয়টার্সের সঙ্গে চুক্তি বাতিল এই তিন সংস্থার সঙ্গে মার্কিন সরকারের সম্পর্ক শেষ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বৃহস্পতিবার বলেছেন, তিনটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থাগুলোর তত্ত্বাবধানকারী ফেডারেল সংস্থার মধ্যে দীর্ঘস্থায়ী চুক্তি বাতিল করার পদক্ষেপ নেয়া হচ্ছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


সাবেক সাংবাদিক, বর্তমানে রাজনীতিবিদ ও ট্রাম্পের একনিষ্ঠ অনুগত ক্যারি লেক এক্স-এ প্রকাশিত এক পোস্টে এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি), রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে চুক্তি বাতিলের পদক্ষেপ ঘোষণা দিয়ে  বলেন, আমাদের বাইরের সংবাদ সংস্থাগুলোকে সংবাদ জানানোর জন্য অর্থ প্রদান করা উচিত নয়।


লেক গত মাসে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াতে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগদান করেন। সংস্থাটি ভয়েস অফ আমেরিকা (ভিওএ), রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়ার মতো বিদেশে সংবাদ প্রতিবেদন ও সেন্সরশিপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিবেদিতপ্রাণ কয়েকটি মিডিয়া সংস্থার তত্ত্বাবধান করে।


লেক বলেন, আজ ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার জন্য ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয় নিউজওয়্যার চুক্তি বাতিলের পদক্ষেপ নিয়েছি। যার মধ্যে অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স এবং এজেন্স ফ্রান্স-প্রেসের সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের চুক্তিও রয়েছে। তিনি আরো বলেন, আমাদের নিজেদেরই সংবাদ প্রকাশ করা উচিত। আর যদি তা সম্ভব না হয়, তাহলে মার্কিন করদাতাদের জানা উচিত- কেন সম্ভব নয়। ইউএসএজিএম আউটলেটগুলোতে টেক্সট, ছবি ও ভিডিও পরিষেবা প্রদানের জন্য এএফপি’র বেশ কয়েকটি দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে।


সূত্র: এএফপি


এসজেড