বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুদক কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর কার্যক্রম শুরু হবে।
তবে ঠিক কবে নাগাত অনুসন্ধান শুরু হবে— এমন প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, সুনির্দিষ্ট করে তারিখটা বলা যাচ্ছে না। অনুসন্ধান দলকে বিষয়টি জানানো হয়েছে তারা তাদের কার্যক্রম শিগগিরই শুরু করবেন।
সাকিব আল হাসান এক সময় দুদকের শুভেচ্ছা দূত ছিলেন। সাকিবের বিরুদ্ধেই অনুসন্ধানে নামছে দুদক— এ বিষয়টি কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, একজন লোক গতকাল পর্যন্ত ভালো ছিল কিন্তু আজকে যদি সে অপরাধ করে দুর্নীতি করে তাহলে কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না।
তিনি আরও বলেন, নিশ্চয়ই যে কেউ যদি ভালো কাজ করে থাকেন সেটা যেমন প্রশংসনীয় হয়ে থাকে, একইভাবে তিনি যদি ফৌজদারি অপরাধ করে থাকেন সেই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো সমস্যা নেই।
সাকিব বর্তমানে বিদেশ অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে বা তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা— এমন প্রশ্নে আক্তার হোসেন বলেন, তিনি (সাকিব) যেখানেই থাকুন আমাদের অনুসন্ধানের ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিমালা রয়েছে। সেসব আইন অনুযায়ী অনুসন্ধান ও তদন্ত কাজ পরিচালনা করা হবে।
thebgbd.com/NA