ঢাকা | বঙ্গাব্দ

আগামী ঈদ নিজ দেশে করবেন রোহিঙ্গারা, প্রত্যাশা ড. ইউনূসের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন যে, এই ঈদে না হলেও আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে উদযাপন করতে পারবেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ মার্চ, ২০২৫
আগামী ঈদ নিজ দেশে করবেন রোহিঙ্গারা, প্রত্যাশা ড. ইউনূসের প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন যে, এই ঈদে না হলেও আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে উদযাপন করতে পারবেন। শুক্রবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজ বাড়িতে ফিরে ঈদ উদযাপনের সুযোগ মেলে, সে লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাবে সরকার।

রোহিঙ্গাদের উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, "আল্লাহর কাছে দোয়া করি, যেন তোমরা শিগগিরই নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারো।"

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেশে ফেরানোর জন্য বিশ্ববাসীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে লড়াই চালিয়ে যেতে হবে। ঈদে মানুষ তাদের প্রিয়জনের কবর জিয়ারত করে, কিন্তু রোহিঙ্গাদের সেই সুযোগও নেই।

লাখো রোহিঙ্গার সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে পররাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধানসহ দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


thebgbd.com/NIT