মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টানবেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। ইতোমধ্যে এক ভিডিওতে আবেগী বার্তায় সমর্থকদের বিদায় জানিয়েছেন তিনি।
বেশ আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ২০২১ সালের আগস্টে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাব ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রাফায়েল ভারানে। তবে স্প্যানিশ ক্লাব রিয়ালের মতো এখানে সময়টা খুব একটা সুখকর হয়নি তার জন্য। যদিও ইউনাইটেডের ট্রফি খরা কাটাতে গত বছর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ২০২৩ সালে ছয় বছরের আক্ষেপ ঘুচিয়ে কারাবো কাপ জিতেছিল ইউনাইটেড। গত তিন বছরে ক্লাবটিতে তার অর্জন বলতে এই একটি ট্রফিই।
ইউনাইটেডের বাজে সময়ে অবশ্য ফরাসি তারকার সার্ভিসটাও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি দেয়ার পর থেকে ইনজুরি ভারানের নিত্যদিনের সঙ্গী। গত মাসে চেলসির বিপক্ষে ম্যাচে পাওয়া চোট তাকে ছিটকে দিয়েছে ৪০ দিনের জন্য। চলতি মৌসুমের শেষদিকে হয়তো আর কয়েকটি ম্যাচ খেলতে পারবেন তিনি। মৌসুম শেষে তার সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ইউনাইটেডের। চুক্তি নবায়ন না করায় আগামী মৌসুমে আর ৩১ বছর বয়সী এ ডিফেন্ডারকে রেড ডেভিল শিবিরে দেখা যাবে না।
ভিডিও বার্তায় ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের ইতি টানার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ভারানে। সমর্থকদের উদ্দেশে আবেগী বার্তায় ভারানে বলেন, ‘ ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের উদ্দেশে বলছি, এ কটা বছর এই বিশেষ ক্লাবটিতে অসাধারণ সময় কেটেছে। ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে প্রথমবার যখন ওল্ড ট্র্যাফোর্ডে গিয়েছিলাম, সেটা ছিল অবিশ্বাস্য। চমৎকার একটা পরিবেশ ছিল। আমি ক্লাব ও সমর্থকদের প্রেমে পড়ে যাই।
বিষয়টা বুঝতে হলে আপনাকে ক্লাবটির হয়ে খেলতে হবে। আমার বাচ্চাদের জন্য তো এটা বাড়ি। সারা জীবন এটা আমার জন্য বিশেষ স্থান হয়ে থাকবে। যদিও আমাদের সময়টা এখন খারাপ যাচ্ছে, তবে আমি ভবিষ্যত নিয়ে অনেক ইতিবাচক। নতুন মালিক পরিষ্কার পরিকল্পনা আর বিশাল কৌশল নিয়ে আসছেন। আমি দেখতে পাচ্ছি, ওল্ড ট্র্যাফোর্ডে আমার বিদায়ী ম্যাচটি, ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচের দিনটি আমার জন্য বেশ আবেগপ্রবণ হতে যাচ্ছে।’
ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৯৩ ম্যাচ খেলেছেন ভারানে। আর প্রিমিয়ার লিগে খেলেছেন ৬৭টি ম্যাচ। সব মিলিয়ে গোল করেছেন ২টি। মৌসুম শেষে ইউনাইটেড ছাড়লেও তার নতুন গন্তব্যের বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি।