ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছে তামিলনাড়ুর এমকে স্ট্যালিনের সরকার। বিধানসভায় বাজেট অধিবেশনে তামিলনাড়ুর অর্থমন্ত্রী থাঙ্গাম থেন্নারাসু অভিযোগ করেন, ‘সমগ্র শিক্ষা প্রকল্পে’ ২১০০ কোটি রুপিরও বেশি তহবিল আটকে রেখেছে মোদি সরকার! জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করার কারণেই রাজ্যের প্রাপ্য বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র।
শুক্রবার বাজেট অধিবেশনে প্রথম থেকেই গরম হয়ে ওঠে তামিলনাড়ুর বিধানসভা। বিজেপি এবং এআইএডিএমকের সাংসদরা অধিবেশন বয়কট করেন। হট্টগোলের মধ্যেই বাজেট অধিবেশনে বক্তৃতা করেন অর্থমন্ত্রী। তার বাজেট ভাষণে এসেছে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক আক্রমণ।
২০২০ সালের জাতীয় শিক্ষানীতির অন্তর্গত তিন ভাষা নীতিতে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা ইংরেজি, হিন্দি ও স্থানীয় এই তিন ভাষা বাধ্যতামূলক ভাবে শিখবে। তামিলনাড়ুসহ দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যেই দু’টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক ইংরেজি ও স্থানীয়। তিন ভাষা নীতি প্রয়োগের মাধ্যমে হিন্দি শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে স্ট্যালিনের দল ডিএমকে। বিষয়টি নিয়ে সংসদেও প্রতিবাদ জানিয়েছেন দলের সাংসদেরা।
বেশ কিছুদিন থেকেই কেন্দ্রের বিরুদ্ধে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে ধারাবাহিক ভাবে বলতে দেখা গেছে স্ট্যালিনকে। বৃহস্পতিবার বাজেটের লোগো থেকে ভারতীয় মুদ্রার প্রতীকচিহ্ন ‘রুপি’ সরিয়ে প্রতিবাদ দেখায় তামিলনাড়ু সরকার। তার পরিবর্তে লোগোয় আনা হল তামিল শব্দ রুবাইয়ের আদ্যক্ষর ‘রু’।
সূত্র: পিটিআই
এসজেড