পাঞ্জাবের অমৃতসরের কাছে একটি মন্দিরে বোমা হামলা হয়েছে। শুক্রবার বেশ রাতে মোটর সাইকেলে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি মন্দির লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যান। ঘটনার তদন্তে পাকিস্তানের যোগাযোগের সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ।
এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। রাত ১২টা ৩৫মিনিট নাগাদ হামলাট হয়েছে। বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও মন্দিরের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছিল, তা স্পষ্ট নয়। অমৃতসর পুলিশ কমিশনার গুরপ্রীত ভুল্লার জানিয়েছেন, কোন বিস্ফোরক ব্যবহার হয়েছে, তা যাচাই করে দেখতে হবে। ফরেন্সিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তবে পাঞ্জাবের মন্ত্রী কুলদীপ সিংহ ধালিওয়াল দাবি করেছেন, গ্রেনেড ছোড়া হয়েছে।
হামলায় পাকিস্তানের কোনও সংযোগ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ কমিশনার ভুল্লার বলেছেন, ‘পাকিস্তানের আইএসআই আমাদের তরুণদের পাঞ্জাবে উস্কানি দিচ্ছে। পাকিস্তান মাঝে মাঝেই এই ধরনের কাজ করে থাকে।’ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও এই ঘটনার পরে বলেছেন, ‘পাকিস্তান নিয়মিত ড্রোন পাঠাচ্ছে, তাই এই ধরনের কাজ হয়েই চলেছে।’ তবে শুক্রবার রাতের ওই হামলার নেপথ্যেও পাকিস্তানি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট ভাবে জানাননি তদন্তকারীরা।
ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছেন পুলিশকর্মীরা। ওই ফুটেজে দুই তরুণকে দেখা গেছে। একটি মোটর সাইকেলে চেপে মন্দিরের সামনে পৌঁছান। তাদের সঙ্গে একটি পতাকা ছিল। মন্দিরের সামনে কিছুক্ষণের জন্য থেমে মন্দিরের দিকে একটি জিনিস ছুড়ে মারেন এবং বিস্ফোরণ হয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুই তরুণ।
সূত্র: পিটিআই
এসজেড