ঢাকা | বঙ্গাব্দ

দুইবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা উচিত: অ্যাটর্নি জেনারেল

দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
  • | ১২ সেপ্টেম্বর, ২০২৪
দুইবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা উচিত: অ্যাটর্নি জেনারেল ফাইল ছবি

দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এক্ষেত্রে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হওয়া উচিত বলেও মন্তব্য তার।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা কমিটি গঠনের যে উদ্যোগ নিয়েছেন সেটি ইতিবাচক। একইসাথে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রয়োজন বলেও জানান অ্যাটর্নি জেনারেল।


তিনি বলেন, বিচার বিভাগ সংস্কার এমন হওয়া উচিত যাতে সার্বভৌমভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে বিচার বিভাগ।


তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করাসহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার জরুরি।


অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। এই অনুচ্ছেদের সংশোধনী জরুরী। শাসন, আইন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।


উল্লেখ্য, রাষ্ট্র সংস্কারে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে এই কমিশনগুলি পরিচালনা করার দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।