ঢাকা | বঙ্গাব্দ

সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

রাজধানীর সরকারি সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে—এটি হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ মার্চ, ২০২৫
সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ছবি : সংগৃহীত।

রাজধানীর সরকারি সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে—এটি হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। আজ রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল।


নামকরণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। প্রতিনিধি দলের ১৭ জন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি’র নামকে সমর্থন করেন, অন্যরা চেয়েছিলেন ‘ফেডারেল ইউনিভার্সিটি’ নামটি। কারণ, তাদের মতে, একসময় ঢাকা কলেজের নাম ছিল ‘ঢাকা সেন্ট্রাল কলেজ’, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তবে আলোচনার পর ইউজিসির তত্ত্বাবধানে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটিই চূড়ান্ত করা হয়।


গত ১৩ মার্চ ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামো গঠনের বিষয়ে মতবিনিময় সভার ঘোষণা দেওয়া হয়েছিল। সভায় কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে সাত কলেজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


নতুন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সাত কলেজের প্রশাসনিক কার্যক্রম আরও স্বতন্ত্র ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক যাত্রার।



thebgbd.com/NA