যুক্তরাষ্ট্রের বিখ্যাত অভিনেতা জেমস আর্ল জোনস মারা গেছেন। মঞ্চ ও পর্দায় অভিনয়ের জন্য ‘যুক্তরাষ্ট্রের অন্যতম বহুমুখী’ অভিনেতা হিসেবে পরিচিত জোন্স ৯৩ বছর বয়সে মারা যান। সোমবার সকালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এজেন্ট ব্যারি ম্যাকফারসন।
জেমস আর্ল জোন্স ফিল্ড অফ ড্রিমস, কামিং টু আমেরিকা, কোনান দ্য বারবারিয়ান এবং দ্য লায়ন কিংসহ কয়েক ডজন ছবিতে অভিনয় করেছেন। তিনি স্টার ওয়ার্স সুপারভিলেন ডার্থ ভাডারকে তার স্বতন্ত্র কণ্ঠ দেওয়ার জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।
কর্মজীবনে জোন্স তিনটি টনি পুরস্কার জিতেছেন, দুটি এমি এবং একটি গ্র্যামি। পাশাপাশি ২০১১ সালে আজীবন কৃতিত্বের জন্য একটি সম্মানসূচক অস্কার পান। সিডনি পোইটিয়ারের পর তিনি ১৯৭১ সালে সেরা অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তি হন।
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মার্কিন অভিনেতা কোলম্যান ডোমিঙ্গো লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ প্রিয় জেমস আর্ল জোনস সবকিছুর জন্য। আমাদের নৈপুণ্যের একজন মাস্টার। আমরা আপনার কাঁধে দাঁড়িয়ে আছি। এখন বিশ্রাম নিন। আপনি আমাদের সেরাটা দিয়েছেন।’
১৯৩১ সালে মিসিসিপির আরকাবুতলায় জন্মগ্রহণ করেন জোন্স। তিনি শৈশব থেকেই তোতলাতে ছিলেন। জোন্স বলেন, কবিতা এবং অভিনয় তাকে তার অক্ষমতার চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সহায়তা করে।