ঢাকা | বঙ্গাব্দ

সংস্কার কমিশনে সুপারিশ দিলো আরও চার দল

সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নতুন করে আরও চারটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ মার্চ, ২০২৫
সংস্কার কমিশনে সুপারিশ দিলো আরও চার দল ছবি : সংগৃহীত।

সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নতুন করে আরও চারটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১১টি দল তাদের মতামত জমা দিয়েছে। রোববার (১৬ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী মঙ্গলবার ও বুধবার আলোচনা শুরু হতে পারে। এসব আলোচনা জাতীয় সংসদ ভবনে দলগুলোর সঙ্গে পৃথকভাবে অনুষ্ঠিত হবে।


এদিকে, আরও ১৮টি রাজনৈতিক দল সম্পূর্ণ মতামত জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছে। কমিশন জানিয়েছে, যেসব দল এখনও মতামত জানায়নি, তাদের সঙ্গে পুনরায় যোগাযোগ করা হচ্ছে।


এর আগে, জাতীয় ঐকমত্য কমিশন ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চেয়েছিল এবং ১৩ মার্চের মধ্যে সুপারিশগুলো স্প্রেডশিট আকারে জমা দিতে অনুরোধ করেছিল।


বর্তমানে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে আলোচনা চলছে।


উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয় এবং গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।


thebgbd.com/NA