ঢাকা | বঙ্গাব্দ

তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ মার্চ, ২০২৫
তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস ছবি : সংগৃহীত।

আগামী ২৪ ঘণ্টায় খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, দেশের ১২টি জেলার ওপর দিয়ে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


রোববার সন্ধ্যা ৬টা থেকে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, যার ফলে আর্দ্রতার কারণে অস্বস্তিও বজায় থাকবে।


ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালীতে মৃদু তাপপ্রবাহ বইছে, যা আরও কিছুদিন চলতে পারে।


সোমবার ও মঙ্গলবার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। প্রথম দিনে তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও দ্বিতীয় দিনে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।


thebgbd.com/NA