ঢাকা | বঙ্গাব্দ

রাস্তায় পড়ে আহত বাসের নিচে ঝুলে থাকা অভিবাসনপ্রত্যাশী

বাভারিয়া কর্তৃপক্ষের ধারণা, অভিবাসনপ্রত্যাশী ওই দুই মরক্কোন বাসের এগজস্ট সিস্টেমের কাছে ছিলেন। সে কারণে দু’জনের শরীরই ছিল কালিঝুলিতে মাখা।
  • | ১৩ মে, ২০২৪
রাস্তায় পড়ে আহত বাসের নিচে ঝুলে থাকা অভিবাসনপ্রত্যাশী এবার্সব্যার্গ শহরের কাছে এ৯৯ হাইওয়েতে ওই ব্যক্তি পড়ে যান

জার্মানিতে একটি বাসের নিচে ঝুলে থাকা দু’জন অভিবাসনপ্রত্যাশীর একজন রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন। রোববার দেশটির বাভারিয়া রাজ্যে এই ঘটনা ঘটে।

এবার্সব্যার্গ শহরের কাছে এ৯৯ হাইওয়েতে ওই ব্যক্তি পড়ে যান। পেছনে একজন নারী গাড়ি চালাচ্ছিলেন। তিনি কোনোরকমে ব্রেক কষতে সমর্থ হওয়ায় পড়ে যাওয়া ব্যক্তির সঙ্গে তার গাড়ির কোনও সংঘর্ষ হয়নি। এরপর ওই নারী জোরে হর্ন বাজাতে থাকলে সামনের বাসের চালক গাড়িটি থামান।

সেই সময় বাসের নিচ থেকে আরেক ব্যক্তি বের হয়ে আসেন। পুলিশ বলছে, দুজনই সামান্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওই দুই অভিবাসনপ্রত্যাশী মরক্কোর নাগরিক বলে জানিয়েছে জার্মানির পুলিশ। তাদের দু’জনের বয়স ২৬ বছর।

বাভারিয়া কর্তৃপক্ষের ধারণা, অভিবাসনপ্রত্যাশী ওই দুই মরক্কোন বাসের এগজস্ট সিস্টেমের কাছে ছিলেন। সে কারণে দু’জনের শরীরই ছিল কালিঝুলিতে মাখা।