সোমবার হন্ডুরাসের ক্যারিবিয়ান দ্বীপ রোয়াটান থেকে উড্ডয়নের সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। দমকল বিভাগের মেজর উইলমার গুয়েরেরো সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পর ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হন্ডুরাসের তেগুসিগালপা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
পরবর্তীতে উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিধ্বস্ত বিমানটির কাছে সমুদ্রে একজন ক্রু সদস্যের মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত প্লেনটিতে ১৭ বা ১৮ জন আরোহী ছিলেন। গুয়েরেরো বলেন, যাত্রীদের মধ্যে একজন ৪০ বছর বয়সী ফরাসি নাগরিককে মূল ভূখণ্ডের সান পেদ্রো সুলা শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
ল্যানহসা এয়ারলাইন্সের বিমানটি রাতে হন্ডুরাসের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র রোয়াটান দ্বীপ থেকে মূল ভূখণ্ডের লা সেইবা বন্দরের দিকে যাত্রা করে। নাম প্রকাশ না করে এক জেলে এইচসিএইচ টেলিভিশনকে বলেন, মাছ ধরছিলাম। সে সময় মনে হচ্ছিল বিমানটি আমাদের ওপর এসে পড়ছে।
হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো বলেছেন, তিনি দুর্ঘটনায় হতাহতদের সহায়তার জন্য সশস্ত্র বাহিনী, অগ্নিনির্বাপক কর্মী এবং অন্যান্যদের সমন্বয়ে গঠিত একটি জরুরি কমিটি মোতায়েন করেছেন। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ-নির্মিত জেটস্ট্রিম ৪১ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় তদন্ত চলছে।
সূত্র: এএফপি
এসজেড