ঢাকা | বঙ্গাব্দ

লিমায় জরুরি অবস্থা ঘোষণা

সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে দেশটিতে ৪৫০ টিরও বেশি হত্যার ঘটনা ঘটেছে।
  • অনলাইন ডেস্ক | ১৮ মার্চ, ২০২৫
লিমায় জরুরি অবস্থা ঘোষণা শহরে অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী।

সোমবার পেরুর রাজধানী লিমায় এক মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। চাঁদাবাজ সংক্রান্ত হত্যাকাণ্ডের পর এ ঘোষণা দেওয়া হয়। রোববার ৩৯ বছর বয়সী গায়ক পল ফ্লোরেসকে লিমার বাইরে একটি কনসার্ট থেকে বেরিয়ে আসার সময় হামলাকারীরা গুলি করে হত্যা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


তাদের প্রতিনিধিরা জানিয়েছেন, সঙ্গীতশিল্পীদের একটি অপরাধী চক্র তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করার হুমকি দেয়। ল্যাটিন আমেরিকা জুড়ে চাঁদাবাজি একটি সমস্যা হলেও, পেরুতে এটি উদ্বেগজনক আকার ধারণ করেছে। ঘটনায় আংশিকভাবে দায়ী ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়ার মতো অপরাধী চক্র। যারা বেশ কয়েকটি ল্যাটিন আমেরিকার দেশে সক্রিয়। সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে দেশটিতে ৪৫০ টিরও বেশি হত্যার ঘটনা ঘটেছে। 


লিমা এবং এর বন্দর কালাওতে কার্যকর জরুরি অবস্থার অধীনে রয়েছে। সরকার নাগরিক স্বাধীনতা যেমন সমাবেশের অধিকার স্থগিত করতে পারে এবং বাড়ি তল্লাশি চালানো যেতে পারে। ফ্লোরেসের হত্যার পর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে ঘোষণা করেন, ‘আমরা আর একটি মৃত্যুও হতে দেব না’। তিনি আরো বলেন, তিনি খুনি এবং চাঁদাবাজদের মৃত্যুদণ্ড পুনর্বহাল করার বিষয়ে ‘গুরুত্ব সহকারে বিবেচনা’ করছেন।


সূত্র: এএফপি


এসজেড