ম্যানচেস্টার ইউনাইটেডের চলতি মৌসুমের পারফরমেন্স একেবারে হতাশাজনক। তাদের পারফরমেন্সে ক্ষুব্ধ সমর্থকরা। এরই মধ্যে সমর্থকদের আরও এক দুঃসংবাদ দিল ইংল্যান্ডের সফলতম ক্লাবটি। আগামী মৌসুম থেকে বাড়ানো হচ্ছে টিকিটের মূল্য।
২০২৫-২৬ মৌসুম থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে টিকিটের দাম বাড়ছে পাঁচ শতাংশ। ছেলেদের ম্যাচগুলোতে গড়ে টিকিটের দাম বাড়বে আড়াই পাউন্ড করে।
তবে অনূর্ধ্ব-১৬ বছর বয়সিদের টিকিটের দাম অবশ্য বাড়ছে না। তবে প্রাপ্তবয়স্কদের টিকিটের নানা ক্যাটেগরিতে ছাড় বাদ দেয়া হয়েছে। এছাড়াও ডাগআউটের কাছাকাছি গ্যালারির কিছু আসনকে হসপিটালিটি টিকিটে রূপ দেয়া হচ্ছে আয় বাড়ানোর জন্য।
টিকিটের মূল্য বাড়ানোর কারণ হিসেবে ক্লাবটির প্রধান নির্বাহী ওমার বেরাদা বলেছেন, 'টানা ১১ মৌসুম টিকিটের দাম স্থির রাখার পর গত দুই মৌসুমে আমরা টিকিটের দাম পাঁচ শতাংশ হারে বাড়িয়েছি এবং আগামী মৌসুমেও এটা করতে চাই ক্লাবের ক্রমবর্ধমান পরিচলন খরচ পুষিয়ে নিতে। আমরা জানি, যে কোনো ধরনের মূলবৃদ্ধিই অনাকাঙ্ক্ষিত, বিশেষ করে এমন একটা সময়ে, যখন মাঠের পারফরম্যান্সে প্রত্যাশার প্রতিফলন পড়ছে না। মূল্য স্থির রাখার পক্ষে সমর্থক পরামর্শক বোর্ডের শক্তিশালী যুক্তিও আমরা সতর্কভাবে বিবেচনা করেছি। তবে ক্লাবের মনে হয়েছে, ক্লাব যেখানে আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছে এবং খরচ বাড়ছে, সেখানে টিকিটের দাম অপরিবর্তিত রাখাটা ঠিক হবে না।'
এদিকে গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছিল, খরচ কমানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তারা ১৫০-২০০ জন কর্মীকে চাকরিচ্যুত করতে যাচ্ছে। আর গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড ঘোষণা করে, ১ লাখ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম তৈরি করবে তারা। যেটি তৈরিতে খরচ হবে ২০০ কোটি পাউন্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান এখন ১৩তম স্থানে। আগামী ২ এপ্রিল নটিংহ্যামের বিপক্ষে মাঠে নামবে ম্যানইউ।
thebgbd.com/NIT