ঢাকা | বঙ্গাব্দ

কানাডা-মেক্সিকোর জন্য নতুন শুল্ক?

আজ কালকের মধ্যেই কানাডা ও মেক্সিকোর জন্য নতুন শুল্ক আরোপের নির্দেশ আসতে পারে।
  • অনলাইন ডেস্ক | ১০ ফেব্রুয়ারি, ২০২৫
কানাডা-মেক্সিকোর জন্য নতুন শুল্ক? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কানাডা ও মেক্সিকোর মতো পড়শিদের কী আরও বিপাকে ফেলে দিতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছেন তিনি। ওই পণ্য এ বার থেকে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নিয়ে আমদানি করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছেন, এই নতুন শুল্কের বিষয়ে সোমবার আনুষ্ঠানিক ঘোষণা করবে হোয়াইট হাউস। তাৎপর্যপূর্ণ ভাবে, কানাডা হল যুক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির সবচেয়ে বড় উৎস। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও হিসাবটা অনেকটা তেমন। দুই ক্ষেত্রেই তালিকায় দ্বিতীয় মেক্সিকো।


দ্বিতীয় বার প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর থেকেই একে একে শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সঙ্গী। দুই দেশের উপরেই ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন ট্রাম্প। পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দেয় পড়শিরাও। পরে ওই শুল্ক আরোপের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়। কিন্তু অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের উপর শুল্ক চাপিয়ে পরোক্ষে দুই পড়শিকেই বিপদে ফেলতে চাইছেন ট্রাম্প, মনে করছেন অনেকে।


রোববার (৯ ফেব্রুয়ারি) নিউ অরল্যান্সে যাওয়ার পথে বিমানে কিছু সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের আমদানিতে ২৫ শতাংশ শুল্ক নেওয়া হবে। সোমবার হোয়াইট হাউস থেকে এই ঘোষণা করা হবে। এমনিতে এই সমস্ত ধাতুর আমদানিতে কিছু শুল্ক আগে থেকেই ছিল। তার উপরে বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপিত হবে। চলতি সপ্তাহে আরও কিছু শুল্ক আরোপের কথা ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। তার বক্তব্য, যে সমস্ত দেশ যুক্তরাষ্ট্র থেকে চড়া হারে শুল্ক নেবে, তাদের উপরে যুক্তরাষ্ট্রও শুল্ক চাপাবে। বাণিজ্যনীতিতে এ ভাবে ‘সমতা’ আনতে চান ট্রাম্প।


সূত্র: স্কাই নিউজ


এসজেড