চুয়াডাঙ্গার জীবননগরে রাজ রকি (৩২) নামের এক যুবকের পায়ুপথ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৭২৮.৯৬ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় জীবননগর থানা মোড় থেকে তাকে আটক করা হয়। ঝিনাইদহ জেলার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ রকিকে আটক করা হয়। পরে জীবননগর বিজিবি ক্যাম্পে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার পায়ুপথ থেকে টেপ মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়, যার ভেতরে ছিল ৬টি স্বর্ণের বার।
বিজিবি জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
thebgbd.com/NA