ঢাকা | বঙ্গাব্দ

আল্লাহ যাদের দোয়া কবুল করেন না

আল্লাহ সব দোয়া শোনেন, কিন্তু কিছু কারণে দোয়া কবুল নাও হতে পারে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মার্চ, ২০২৫
আল্লাহ যাদের দোয়া কবুল করেন না ছবি : সংগৃহীত।

আল্লাহ সব দোয়া শোনেন, কিন্তু কিছু কারণে দোয়া কবুল নাও হতে পারে। কুরআন ও হাদিস অনুযায়ী, যাদের দোয়া কবুল হয় না বা বিলম্বিত হয়, তাদের কয়েকটি অবস্থা হলো—


হারাম খাদ্য ও উপার্জনকারী


রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি হারাম খাদ্য গ্রহণ করে, তার দোয়া কবুল হয় না।” (মুসলিম, হাদিস: ১০১৫)


অধৈর্য ও তাড়াহুড়া করা


নবী (সা.) বলেছেন, “বান্দা দোয়া করলে তা কবুল হয়, যদি সে তাড়াহুড়া না করে এবং বলে না যে, ‘আমি দোয়া করলাম, কিন্তু কবুল হলো না।’” (বুখারি, হাদিস: ৬৩৪০)


গাফিল বা উদাসীন মন নিয়ে দোয়া করা


রাসুল (সা.) বলেছেন, “আল্লাহ সেই ব্যক্তির দোয়া কবুল করেন না, যার মন গাফিল বা উদাসীন থাকে।” (তিরমিজি, হাদিস: ৩৪৭৯)


গুনাহ ও অন্যায় কাজে লিপ্ত ব্যক্তি


যারা আল্লাহর অবাধ্যতা ও পাপ কাজে লিপ্ত থাকে, তাদের দোয়া কবুলে বিলম্ব হতে পারে।


অন্যায় ও পাপের জন্য দোয়া করা


নবী (সা.) বলেছেন, “যদি কেউ কোনো পাপ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া করে, তবে তা কবুল হয় না।” (মুসলিম, হাদিস: ২৭৩৫)


যদি কেউ এসব থেকে বেঁচে থেকে আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করে, তবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করেন।



thebgbd.com/NA