সাতক্ষীরা সফর করে গেলেন ভারতের জনপ্রিয় গায়িকা ২০১৯ সালের ‘সারেগামাপা’ বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য। বাংলাদেশ সফর করে তার অভিজ্ঞতা কেমন সম্প্রতি সে অনুভূতি সময় সংবাদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
বিশেষ সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, পূর্বপুরুষের ভিটা বাংলাদেশের সাতক্ষীরা। কাজের ব্যস্ততায় খুব একটা আসা হয়ে ওঠে না। কিন্তু সাতক্ষীরার মাজরা গ্রামের একটি শোতে অংশ নেয়ার সুবাদে সে সৌভাগ্য এবার হয়েছে।
বাংলাদেশ সফর প্রসঙ্গে অঙ্কিতা বলেন, শুক্রবার (১০ মে) বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসি। তবে বাংলাদেশ সফরের স্মৃতি এখনও ভুলতে পারিনি।
গান প্রসঙ্গে অঙ্কিতা বলেন, ‘সেদেশের মানুষ বিভিন্ন ধরনের গান শুনতে ভালোবাসেন। কারণ তারা অন্যরকমের নতুন আঙ্গিকের গান শুনতে পছন্দ করেন। যা আমরা এখানে করি না।’
বাংলাদেশে গান শোনাতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন অঙ্কিতা। এদেশের প্রশংসা করতে গিয়ে বলেন, ‘বাংলাদেশের অ্যাপায়নের কথা নতুন করে বলার কিছু নেই। মন ভরে দেয়ার মতো আপ্যায়ন। আর দুদিন থাকলেই বেশি খাওয়ার কারণে ওজন বেড়ে যেত আমার।’
বাংলাদেশে কাজ করা প্রসঙ্গে অঙ্কিতা বলেন, ‘‘একটি নাটকের জন্য গান গেয়েছিলাম অনেক আগেই। আভরাল সাহিরের কথা ও সুরে ‘কি করে বলব তোকে’ শিরোনামে গানটি বেশ জনপ্রিয় হয়েছিল।
তবে নাটকে নয়, আমি এবার বাংলাদেশের সিনেমাতেও গান গাইতে চাই। খুব শিগগিরই নতুন কিছু আসছে। সবাই আমাকে এতো ভালোবাসে যে ভেতরের তাগিদ থেকে ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করি।’’