ঢাকা | বঙ্গাব্দ

ফোনালাপে যুদ্ধবিরতি শর্ত

মঙ্গলবার রাতে ট্রাম্প ও পুতিন টেলিফোনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন বলে নিশ্চিত করেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ।
  • | ১৯ মার্চ, ২০২৫
ফোনালাপে যুদ্ধবিরতি শর্ত পুতিন ও ট্রাম্প।

মঙ্গলবার রাতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট টেলিফোনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন বলে হোয়াইট হাউসের ডেপুটি চিফ ড্যান স্ক্যাভিনো এক্স পোস্টে জানিয়েছেন। তিন বছরের রক্তক্ষয়ী যুদ্ধ অবশেষে বিরতির দিতে হাটতে চলেছে বলেই মনে হচ্ছে।


তিন বছরের রুশ-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি হবে কি না, তা অনেকাংশে নির্ভর করছে মঙ্গলবার ট্রাম্প-পুতিন টেলিফোন-কথোপকথনের উপর। ইতিমধ্যেই যুদ্ধবিরতির শর্ত হিসাবে পুতিন কুর্স্কে ইউক্রেন সেনার আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছেন।


ট্রাম্প-পুতিন আলোচনা শুরু আগে সোমবার রাত থেকে পূর্ব রাশিয়ার বিভিন্ন অংশে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন হামলায় রাশিয়ার আস্ত্রখানে একটি তেল শোধনাগারে আগুন লেগে যায়। ধ্বংস হয়বেশ কিছু ঘরবাড়ি। মঙ্গলবার আস্ত্রাখানের গভর্নর ইগর বাবুশকিন এ কথা জানিয়েছেন। 


রাশিয়া জানিয়েছে, ২৪ ঘণ্টায় তারা মোট ৭২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ৩৬টি কুর্স্ক অঞ্চলে। বাকিগুলি আস্ত্রাখানে। অন্য দিকে, ইউক্রেন বলেছে, সোমবার থেকে ৯০টি রুশ ড্রোন গুলি করে নামিয়েছে।


সূত্র: রয়টার্স


এসজেড