ঢাকা | বঙ্গাব্দ

গত মৌসুমের ভুলে নিষিদ্ধ হার্দিক, মুম্বাই খেলবে সুর্যকুমারের নেতৃত্বে

নিষেধাজ্ঞায় কারণে এই ম্যাচে মুম্বাই পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। মুম্বাইয়ের অধিনায়ক এই শাস্তি পাচ্ছেন মূলত গত মৌসুমের ভুলের মাশুল হিসেবে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ মার্চ, ২০২৫
গত মৌসুমের ভুলে নিষিদ্ধ হার্দিক, মুম্বাই খেলবে সুর্যকুমারের নেতৃত্বে নিষেধাজ্ঞার কারণে হার্দিকের বদলে মুম্বাইকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

আইপিএলের ১৮তম আসর মাঠে গড়াচ্ছে আগামী ২২ মার্চ। মুম্বাই ইন্ডিয়ান্স মাঠে নামবে পরদিনই। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টটির সবচেয়ে সফল দুই দলের হাই ভোল্টেজ ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই খেলতে হবে মুম্বাইকে। হার্দিক পান্ডিয়ার জায়গায় মুম্বাইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।


আগামী রোববার (২৩ মার্চ) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে আতিথ্য দেবে চেন্নাই সুপার কিংস। নিষেধাজ্ঞায় কারণে এই ম্যাচে মুম্বাই পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। মুম্বাইয়ের অধিনায়ক এই শাস্তি পাচ্ছেন মূলত গত মৌসুমের ভুলের মাশুল হিসেবে। সেই মৌসুমে মুম্বাইয়ের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মুম্বাই কাপ্তান।


হার্দিকের অবর্তমানে চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সূর্যকুমার যাদব। বুধবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে হার্দিক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। হার্দিক বলেন, 'সুর্যকুমার যাদব ভারতকেও নেতৃত্ব দিয়েছেন। সে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন।'

 

'আমি সৌভাগ্যবান যে তিনজন অধিনায়ক আমার সঙ্গে খেলছে–রোহিত (শর্মা), সুর্য এবং (জাসপ্রীত) বুমরাহ। তারা সবসময় একটা হাত আমার কাঁধে রেখেছেন এবং যখন আমার সাহায্য দরকার পাশে থেকেছেন।'–হার্দিক যোগ করেন।


তবে বুমহার ঠিক কবে মুম্বাইয়ের হয়ে মাঠে ফিরবেন সে ব্যাপারে নিশ্চিত করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পিঠে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই ফাস্ট বোলার।


বুমরাহর ব্যাপারে মুম্বাইয়ের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন, 'আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে এনসিএ তার ব্যাপারে আমাদের কী বলে। সে এখনও সেখানেই আছে এবং ভালো অনুভব করছে, আশা করি সে শিগগিরই দলের সঙ্গে যোগ দেবে। তাকে ছাড়া খেলাটা একটা চ্যালেঞ্জ...একই সঙ্গে এটা কারো সামনে এগিয়ে এসে দেখিয়ে দেয়ার সুযোগ যে, সে কী করতে পারে।'


গত মৌসুমের ভুলের জন্য এই মৌসুমে শাস্তি পেতে হচ্ছে হার্দিককে। এই নিয়ম বদলানো উচিত বলে মনে করেন কী?–এমন প্রশ্নের জবাবে হার্দিক বলেন, 'এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। গত বছর যেটা হয়েছে সেটা খেলারই অংশ; আমরা শেষ ওভারে দেড় কী দুই মিনিট পিছিয়ে ছিলাম। আমি সে সময় এর পরিণতি জানতাম না। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এটাই নিয়ম। তাই আমাকে এই নিয়ম মেনেই এগিয়ে যেতে হবে। আগামী বছর তারা এই নিয়ম জারি রাখবে নাকি রাখবে না এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার।'


২০১২ সালের পর থেকেই মুম্বাই মৌসুমের প্রথম ম্যাচে জয় পায়নি। হার্দিক ও বুমরাহকে ছাড়া এবার তাদের কাজটা আরও কঠিন হয়ে যেতে পারে। জয়াবর্ধনের ভাষায়, 'সামনে কঠিন সময়।'


thebgbd.com/NIT