গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বুধবার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে মধ্যরাতে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছেন। গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে জানিয়েছেন, ইসরায়েল বিমান হামলা চালালে খান ইউনিস ও গাজা সিটিতে ১৩ জন নিহত এবং নারী ও শিশুসহ কয়েক ডজন আহত হয়েছেন।
১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ইসরায়েল মঙ্গলবার গাজা উপত্যকায় সবচেয়ে বড় প্রাণঘাতি হামলা চালায়। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বোমা হামলায় ৪শ’রও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু।
সূত্র: এএপপি
এসজেড