ঢাকা | বঙ্গাব্দ

আমদানি শুরু ভারতীয় পেঁয়াজ

ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় দীর্ঘ পাঁচ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
  • | ১৪ মে, ২০২৪
আমদানি শুরু ভারতীয় পেঁয়াজ সংগৃহীত

ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় দীর্ঘ পাঁচ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে আসার মধ্য দিয়ে আমদানি শুরু হয়।


ভারতের মা ভারতি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন রপ্তানি করেছে। বগুড়ার আরএস ইন্টারপ্রাইজ এই পেঁয়াজ আমদানি করেছে।


হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, হিলি বন্দর দিয়ে সাড়ে পাঁচ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিলো। বগুড়ার আরএস এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে।


আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ আলী বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়ার পর আমদানিকারকরা এলসি করেন এবং ভারতের পেঁয়াজ কেনেন। তবে ৪০ শতাংশ শুল্ক বৃদ্ধি করার কারনে আমদানিকারকরা দেশে পেঁয়াজ আমদানি করলে লোকশানে পড়বেন।


দেশে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছরের ৭ ডিসেম্বর রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। এরপর থেকে আমদানি বন্ধ ছিলো।


গত ৪ মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর হিলি স্থলবন্দরের ২০ আমদানিকারক ২৭ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পান।