ঢাকা | বঙ্গাব্দ

উত্তর কোরিয়ায় শোইগু

দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তার এই সফর।
  • অনলাইন ডেস্ক | ২১ মার্চ, ২০২৫
উত্তর কোরিয়ায় শোইগু কিম জং-উন এর সঙ্গে সের্গেই শোইগু

মস্কোর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফরে গেছেন। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে পিয়ংইয়ংয়ের সেনা পাঠানোর অভিযোগ ওঠার পর দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তার এই সফর। রাশিয়ার গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে শুক্রবার  মস্কো থেকে এএফপি এ খবর জানায়।


রাশিয়ার বার্তা সংস্থা তাস জানায়, ‘শোাইগু পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন।’ অন্যদিকে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সরকারি নাম উল্লেখ করে ‘আরআইএ নভোস্তি’ জানিয়েছে, ‘উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে শোইগুর সাক্ষাতের কথা রয়েছে।’


সূত্র: এএফপি


এসজেড