ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৩

সোমবার রাতে সিন্ধু প্রদেশের জামশোরো-কোহিস্তান অঞ্চলের পার্বত্য এলাকায় একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।
  • অনলাইন ডেস্ক | ২২ এপ্রিল, ২০২৫
পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৩ লাশ সড়ানো হচ্ছে।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের পার্বত্য অঞ্চলে রাস্তা থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানায়। 


এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার রাতে সিন্ধু প্রদেশের জামশোরো-কোহিস্তান অঞ্চলের পার্বত্য এলাকায় একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। জামশোরোর ডেপুটি কমিশনার (ডিসি) গজনফর কাদরি জানান, যাত্রীরা বেলুচিস্তান থেকে বাদিনে ফিরছিলেন এবং তাদের বেশিরভাগই কোহলি সম্প্রদায়ের সদস্য। জামশোরো জেলার থানা বুলা খানের তাউং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।


তিনি আরো জানান, মনে হচ্ছে গাড়ির ‘ব্রেক ফেইল’ করে এবং চালক নিয়ন্ত্রণ হারান। এই কর্মকর্তা আরো বলেছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে এবং আহতদের কয়েকজনকে নিকটবর্তী একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে সিন্ধু প্রদেশের শেহয়ান শহরে একদিনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রী বোঝাই দুটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে ১৬ জন নিহত হয়। আহত হয় আরো ৪৫ জন। 


সূত্র: এএফপি


এসজেড