ঢাকা | বঙ্গাব্দ

কফিনবন্দি সার্টিফিকেট নিয়ে হবে বিক্ষোভ

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে বুধবার (১৫ মে) কফিনবন্দি সার্টিফিকেট নিয়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
  • | ১৪ মে, ২০২৪
কফিনবন্দি সার্টিফিকেট নিয়ে হবে বিক্ষোভ সংগৃহীত

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে বুধবার (১৫ মে) কফিনবন্দি সার্টিফিকেট নিয়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।


মঙ্গলবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে তারা এ ঘোষণা দেন। বুধবার সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানান আন্দোলনকারীদের মুখপাত্র শরিফুল ইসলাম শুভ।


এদিকে মঙ্গলবার ঢাবিতে বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীদের মুখপাত্র শুভ বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমার সঙ্গে অবসরের বয়সসীমাও গড় আয়ুর সঙ্গে সমন্বয় করা যেতে পারে।


তিনি অভিযোগ করেন, একটি অদৃশ্য মহল সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিরোধিতা করছে। মহলটি প্রধানমন্ত্রীর কানও ভারী করছে।

 

তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন।