ঢাকা | বঙ্গাব্দ

তিন দিনে গাজায় নিহত ৬০০

নেতানিয়াহু সরকারের দাবি, হামাসের কাছে এখনও ৫৯ জন জিম্মি রয়েছেন। যাদের মধ্যে অন্তত ২৪ জন জীবিত।
  • অনলাইন ডেস্ক | ২১ মার্চ, ২০২৫
তিন দিনে গাজায় নিহত ৬০০ গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক

মঙ্গলবার থেকে গাজা ভূখণ্ডে হামলা শুরু করেছে ইসরায়েল সেনা। টানা তিন দিনের ক্ষেপণাস্ত্র এবং বিমানহামলায় ২০০ শিশুসহ ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি মৃত্যু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে স্বশাসিত গাজা কর্তৃপক্ষের স্বাস্থ্য দপ্তর।


নিহতদের মধ্যে রয়েছেন, হামাসের নেতা গাজার প্রশাসনিক প্রধান এসাম আল-দালিস, অভ্যন্তরীণ বিষয়ক দপ্তরের প্রধান মাহমুদ আবু ওয়াতফা, নিরাপত্তা বিষয়ক প্রধান বাহজাত আবু সুলতান। এ ছাড়া, গুরুতর আহত হয়েছেন ১০৫০ জন ফিলিস্তিনি। এরই মধ্যে বৃহস্পতিবার ইসরায়েলি সেনা স্থল অভিযান শুরু করায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের দাবি, হামাসের কাছে এখনও ৫৯ জন জিম্মি আছে। যাদের মধ্যে অন্তত ২৪ জন জীবিত বলে ইসরায়েলি গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য জানিয়েছে। নেতানিয়াহু বুধবার ঘোষণা করেছেন, এ বার শুধু অস্ত্রের মাধ্যমেই হামাসের মোকাবিলা করা হবে।


সূত্র: আল জাজিরা


এসজেড