ঢাকা | বঙ্গাব্দ

হুতির ক্ষেপণাস্ত্র ভূপাতিত

এই হামলা দুই দিনের মধ্যে তৃতীয়বারের মতো মিসাইল নিক্ষেপ বলে অভিহিত করেছে।
  • অনলাইন ডেস্ক | ২২ মার্চ, ২০২৫
হুতির ক্ষেপণাস্ত্র ভূপাতিত হুতি ক্ষেপনাস্ত্র।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার গভীর রাতে জেরুজালেম এবং মধ্য ইসরাইলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করার আগেই আইএএফ (ইসরাইলি বিমান বাহিনী) কর্তৃক প্রতিহত করেছে।’ এর আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়।


শনিবার ভোরে এক পৃথক বিবৃতিতে হুতি বলেছে তারা ‘বেন গুরিওন বিমানবন্দরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলা দুই দিনের মধ্যে তৃতীয়বারের মতো মিসাইল নিক্ষেপ বলে অভিহিত করেছে। 


ইসরায়েল যে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে বলে দাবি করেছে, এটি কি সেই ক্ষেপণাস্ত্র কিনা তা স্পষ্ট নয়। হুতির এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত  ’ইসরায়েলি আকাশসীমা অনিরাপদ থাকবে’। 


সূত্র: এএফপি


এসজেড