ঢাকা | বঙ্গাব্দ

পুতিনের জন্য করোনা পরীক্ষার যন্ত্র পাঠান ট্রাম্প

বইয়ে বব দাবি করেছেন, প্রেসিডেন্টের মেয়াদ শেষে হোয়াইট হাউস ছাড়ার পরও পুতিনের সঙ্গে গোপনে যোগাযোগ রাখেন ট্রাম্প।
  • | ০৯ অক্টোবর, ২০২৪
পুতিনের জন্য করোনা পরীক্ষার যন্ত্র পাঠান ট্রাম্প ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রে তখন করোনা পরীক্ষার যন্ত্রের বেশ সংকট চলছে। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত ব্যবহারের জন্য যন্ত্র পাঠান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যন্ত্র পাঠানোর এই প্রক্রিয়া বাস্তবায়ন হয়েছে বেশ গোপনে। প্রকাশিত এক বইয়ে এমনটাই দাবি করা হয়েছে। বইটির নাম ‘ওয়ার’, লিখেছেন বর্ষীয়ান সাংবাদিক বব উডওয়ার্ড। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাড়াজাগানো ‘ওয়াটারগেট কেলেংকারির’ ঘটনায় অনুসন্ধানী সাংবাদিকতার কারণে খ্যাতি পেয়েছেন তিনি।

তবে ববের এমন দাবি নাকচ করে দিয়েছে ট্রাম্পের প্রচারশিবির। আসছে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনে জিতে তিনি আবার হোয়াইট হাউসে যেতে চান। এখন চলছে জোর প্রচারণা।

বইয়ে বব দাবি করেছেন, প্রেসিডেন্টের মেয়াদ শেষে হোয়াইট হাউস ছাড়ার পরও পুতিনের সঙ্গে গোপনে যোগাযোগ রাখেন ট্রাম্প। তবে ট্রাম্পের প্রচারশিবির বলছে, এসব অভিযোগের পুরোটাই ‘মনগড়া গল্প’। প্রচারশিবিরের মুখপাত্র স্টিভেন চিউং বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এই ছাইপাশ বইয়ের জন্য তাকে (বব) কোনো সুযোগ দেননি। এটা কোনো বইয়ের দোকানে কল্পকাহিনী বিভাগে ছাড়ে বিক্রি হওয়া বইয়ের সঙ্গে পড়ে থাকবে। নয়তো টয়লেট টিস্যু হিসেবে ব্যবহৃত হবে।’

২০২১ সালে প্রকাশিত ‘রেজ’ এর কারণে ববের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্টের দাবি, বব তাদের মধ্যকার কথোপকথনের বেশকিছু রেকর্ডিং প্রকাশ করেছেন। তাকে এসব রেকর্ডিং প্রকাশ করার অনুমতি দেওয়া হয়নি। যদিও বব তা অস্বীকার করেছেন। নতুন বইটিতে বলা হয়েছে, পুতিনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে সাবেক প্রেসিডেন্টের একজন সহযোগী ভূমিকা রাখতেন। যদিও তার নাম প্রকাশ করা হয়নি।

নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন বলা হয়েছে, ববের লেখা নতুন বইয়ে একটি ঘটনার বর্ণনা আছে। তখন সাবেক প্রেসিডেন্ট ফ্লোরিডায় তার মার–এ–লাগো রিসোর্টে নিজের দফতরে ছিলেন। সেখান থেকে তার একজন সহযোগীকে বের করে দেওয়া হয়, যাতে তিনি পুতিনের সঙ্গে নির্বিঘ্নে ফোনে কথা বলতে পারেন। ট্রাম্পের ওই সহযোগীর নামও প্রকাশ করা হয়নি। তবে তিনি বলেছেন, ২০২১ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে পুতিনের সঙ্গে ‘অর্ধডজন বার’ ফোনে কথা বলেছেন ট্রাম্প। তবে তারা কী বিষয়ে কথা বলতেন, সেসব এ বইয়ে উল্লেখ নেই।