ঢাকা | বঙ্গাব্দ

ঝাল মুড়ি,ফুচকায় মোজেছেন পিটার হাস এবং লু

বাংলাদেশি ফুচকা ও ঝালমুরি খেয়ে প্রশংসা করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
  • | ১৪ মে, ২০২৪
ঝাল মুড়ি,ফুচকায় মোজেছেন পিটার হাস এবং লু সংগৃহীত

বাংলাদেশি ফুচকা ও ঝালমুরি খেয়ে প্রশংসা করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি বলেছেন, ‘বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট। ’


এ ব্যাপারে মঙ্গলবার (১৪ মে) রাতে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুকে একটি ভিডিও ক্লিপ দেখা যায়।


২২ সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিচ্ছেন।


এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।


সেলিব্রিটি শেফ রহিমা সুলতানার ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিতে নিতে ডোনাল্ড লু ও রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট। ’


দুই দি‌নের সফ‌রে আজ দুপু‌রে ঢাকায় আসেন ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম ঢাকায় এলেন লু।