নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবারও সেমিফাইনালের টিকিট কেটেছে। তবে তাদের পার করতে হয়েছে নেদারল্যান্ডসের বাধা। রোববার (২৩ মার্চ) ঘরের মাঠে ডাচদের টাইব্রেকারে হারায় স্প্যানিশরা।
প্রথম লেগে ২-২ সমতায় শেষ হয়েছিল নেদারল্যান্ডস ও স্পেনের ম্যাচটি। ফলে সেমিফাইনালে ওঠার মিশনে দ্বিতীয় লেগটি ছিল দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় লেগে দারুণ এক ম্যাচ উপভোগ করেছে দর্শকরা। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগের নির্ধারিত সময়েও ম্যাচটি শেষ হয় ২-২ গোলে।
এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আবার দুই দল একটি করে গোল করে। ১২০ মিনিটের মহানাটকীয়তার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুট আউটের প্রথম পাঁচ শটের মধ্যে একটি করে মিস করে দুই দলই। স্পেনের হয়ে গোল করেন মারিনো, বাইনা, তোরেস এবং অ্যালেক্স গার্সিয়া। আর ইয়ামালের পেনাল্টি ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক। অপরদিকে ডাচদের হয়ে জালের দেখা পান ফন ডাইক, কুপমেইনারস, সিমন্স এবং টেইলর। আর পেনাল্টি মিস করেন ল্যাং।
এরপর ষষ্ঠ পেনাল্টিতেই নির্ধারণ হয়ে যায় ফল। নেদারল্যান্ডের হয়ে পেনাল্টি নিতে আসা মালানের শট ঠেকিয়ে দেন উনাই সিমন। অপরদিকে ষষ্ঠ পেনাল্টিতে গোল করে স্পেনকে সেমিফাইনালে তোলেন পেদ্রি।
thebgbd.com/NIT