ঢাকা | বঙ্গাব্দ

বিদ্যুৎ বাঁচাতে কর্ম হ্রাস

২০১৯ সাল থেকে দেশটিতে ঘন ঘন দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে শুরু করে। সরকার এই বিভ্রাটের জন্য নাশকতাকে দায়ী করে।
  • অনলাইন ডেস্ক | ২৪ মার্চ, ২০২৫
বিদ্যুৎ বাঁচাতে কর্ম হ্রাস রাজ্যগুলোয় বিদ্যুৎ রেশনিং নৈমিত্তিক।

ভেনিজুয়েলার সরকার খরার কারণে উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে রোববার সরকারি কর্মচারিদের সপ্তাহে মাত্র তিন অর্ধ দিবস কাজ করার নির্দেশ দিয়েছে। পানির স্তর নেমে গিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হুমকির মুখে পড়ায় বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়। কারাকাস থেকে এএফপি এ খবর জানায়।


সোমবার থেকে সরকারি খাতের কর্ম ঘন্টা সাড়ে চার ঘন্টা করে কমিয়ে আনার ঘোষণা দেয়া হয়েছে। নাগরিকদের তাদের বাড়িতেও বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান জানানো হয়েছে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে জলবায়ু জরুরি অবস্থা সৃষ্টি হওয়ায় আমরা একটি জলবায়ুগত সমস্যার মুখোমুখি হচ্ছি। আন্দেজ অঞ্চলে বৈদ্যুতিক শক্তি উৎপাদনকারী জলাধারগুলোর জলস্তরকে প্রভাবিত করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।


ভেনিজুয়েলায় বেশির ভাগ বিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হয়। ১৫ বছর ধরে অভ্যন্তরীণ রাজ্যগুলোয় বিদ্যুৎ রেশনিং নৈমিত্তিক। ২০১৯ সাল থেকে দেশটিতে ঘন ঘন দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে শুরু করে। সরকার এই বিভ্রাটের জন্য নাশকতাকে দায়ী করে।


সূত্র: এএফপি


এসজেড