ঢাকা | বঙ্গাব্দ

কোরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা কি দিতেই হবে

মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রসুল পাঠিয়েছেন।
  • | ৩১ মে, ২০২৪
কোরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা কি দিতেই হবে ফাইল ছবি

মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রসুল পাঠিয়েছেন। এসব নবী-রসুলের গাইডবুক হিসেবে কিতাব দিয়েছেন। এর মধ্যে সবশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। আজ জানবো, কোরআন হাত থেকে পড়ে গেলে কি ওজন করে সদকা করা জরুরি কিনা।


সমাজে প্রচলিত আছে, যদি কোনো ব্যক্তির হাত থেকে অনিচ্ছায় ও ভুলবশত কোরআন পড়ে যায়, তাহলে তা ওজন করে চাল বা গম ইত্যাদি সদকা করতে হয়। ইসলামি শরিয়তে এর ভিত্তি কতটুকু? 


ইসলামি শরিয়তে পবিত্র কোরআন হাত থেকে পড়ে গেলে তা ওজন করে সদকা করার কোনো বিধান নেই; বরং সদকা দেয়ার উদ্দেশ্যেও কোরআন ওজন করা অনুচিত। এটা কোরআনের সঙ্গে এক ধরনের অসম্মানি। কিছু কিছু মানুষের ধারণা, হাত থেকে যদি কোরআন পড়ে যায় তাহলে ওই কোরআনের ওজনে চাল সদকা করতে হয়। এটি কোরআনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কারণে হলেও তা একটি প্রচলিত ভুল। 

 

কখনো অনিচ্ছাকৃত এমনটি হয়ে গেলে মহান আল্লাহর কাছে ইস্তিগফার করে নিবে। আর এক্ষেত্রে কোরআন ওজন না করে কেউ এমনিতেই কোনো কিছু সদকা করতে চাইলে তাতেও কোনো অসুবিধা নেই। (ইমদাদুল ফাতাওয়া: ৪/৬০) 


আমরা সতর্ক থাকবো, যাতে হাত থেকে কোরআন পড়ে না যায়। কোরআন এমনভাবে ধরব না বা এমন স্থানে রাখব না, যার ফলে তা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর নিজের অসাবধানতার কারণে যদি পড়ে যায় তাহলে ইস্তিগফার করব এবং চাইলে কিছু সদকাও করতে পারি।

 

কোরআন মানুষের জন্য হেদায়েত। যিনি কোরআন শিখেন এবং শিক্ষা দেন উভয়কে সর্বোত্তম বলে আখ্যা দিয়েছেন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

 

 خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْاٰنَ وَعَلَّمَهٗ

তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যিনি নিজে কোরআন শিক্ষা করেন ও অপরকে শিক্ষা দেন। (বুখারি: ৫০২৭)


ইসলাম নির্দেশ দেয় সর্বাত্মক চেষ্টা করে হলেও সমতার এবং ন্যায়বিচারের। সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক বিচার ও ফায়সালা করাই কোরআনের নির্দেশনা। মহান আল্লাহ বলেন,

 

হে বিশ্বাসীগণ! তোমরা ন্যায়বিচারে দৃঢ়প্রতিজ্ঞ থাকো, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দাও; যদিও তা তোমাদের নিজেদের অথবা বাবা-মার এবং আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়। সে বিত্তবান হোক অথবা বিত্তহীনই হোক, আল্লাহ উভয়েরই যোগ্যতর অভিভাবক।


সুতরাং তোমরা ন্যায়বিচার করতে খেয়াল-খুশির অনুগামী হবে না। যদি তোমরা প্যাঁচানো কথা বলো অথবা পাশ কেটে চলো, তাহলে (জেনে রাখো) তোমরা যা করো, আল্লাহ তার খবর রাখেন। (সুরা নিসা, আয়াত: ১৩৫)।