গাজা সীমান্তের কাছেই নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির দক্ষিণ প্রান্তে এই নতুন বিমানবন্দর তৈরিতে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে সে দেশের অর্থনৈতিক কমিটি। রয়টার্স জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে হামাস যে অঞ্চলে হামলা চালিয়েছিল, সেখান থেকে এটির দূরত্ব খুব বেশি নয়।
ইসরায়েলের দক্ষিণে নেভটিম শহরে এই বিমানবন্দরটি তৈরির কথা ভাবছে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। গাজা থেকে এই শহরের দূরত্ব মাত্র ৬৫ কিলোমিটার। সড়কপথে এক ঘণ্টার রাস্তা। বিমানবন্দরটি যেখানে তৈরির কথা ভাবছে ইসরায়েলি প্রশাসন, তার পাশেই রয়েছে একটি সামরিক ঘাঁটিও। বিমানবন্দর তৈরির জন্য বিলটি আপাতত পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায়।
ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরোঁতে বছরে চার কোটি যাত্রী যাতায়াত করার মতো ব্যবস্থা রয়েছে। কিন্তু, ২০৫০ সালের মধ্যে সেখানে আট কোটি যাত্রীর চাপ আসতে পারে। তাই বিকল্প হিসাবে আরও কিছু নতুন বিমানবন্দর তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে। তার একটি হল গাজা সীমান্তবর্তী এই শহরে। তবে সীমান্তের কাছাকাছি হওয়ার কারণে এই নতুন বিমানবন্দর তৈরিতে আপত্তি জানায় সামরিক বাহিনী। তবে শেষ পর্যন্ত এটিতে অনুমোদন দিয়ে পার্লামেন্টে পাশ করাতে চায় নেতানিয়াহুর প্রশাসন।
সূত্র: রয়টার্স
এসজেড