ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনায় ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ

নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দায় ২০০ বস্তা পাচারকালে ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।
  • | ২০ জুন, ২০২৪
নেত্রকোনায় ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ নেত্রকোনার কলমাকান্দায় ২০০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ

নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দায় ২০০ বস্তা পাচারকালে ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এসময় চিনি বহনকারী ট্রাকটিও আটক করা হয়। তবে পুলিশের আগমন টের পেয়েই চালক ও তার সহকারী ট্রাক থেকে পালিয়ে গেছেন।



বুধবার (১৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার পুলিশ উপজেলার স্টেডিয়াম সড়ক থেকে চিনির ট্রাকটি আটক করে।



পুলিশ জানায়, গোয়েন্দাদের কাছ থেকে খবর আসে ভারত থেকে অবৈধভাবে আনা চিনি একটি ট্রাকে করে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরে টহল পুলিশ ট্রাক থামাতে গেলে চালক ও তার সহকারী গাড়ি স্টার্টে রেখেই পালিয়ে যান।


এ ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা আসামি দিয়ে চোরাচালান মামলা দিয়েছে। এদিকে ১০ মেট্রিকটন চিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সরকারিভাবে জমা করবে বলে জানান কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক।