অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। মঙ্গলবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, চারদিনের সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।
তিনি বলেন, ‘বিশ্বের বৃহত্তম সোলার প্যানেল নির্মাতা লংজি বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী। আমরা প্রযুক্তি, চিকিৎসা সহায়তা এবং কৃষিপণ্য রপ্তানি নিয়ে চীনের সঙ্গে কাজ করছি।’
অর্থনীতি পুনরুদ্ধারের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘গত ১৬ বছরের লুটপাটের ফলে দেশ লণ্ডভণ্ড হলেও এখন অর্থনীতির সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। ব্যাংক খাতে শৃঙ্খলা এসেছে, মূল্যস্ফীতি কমছে। জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নামবে।’
thebgbd.com/NIT