ভারতের বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দল নাস্তানাবুদ হলেও ব্যক্তিগত নৈপুণ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন দুই টাইগ্রেস বোলার মারুফা আক্তার ও নাহিদা আক্তার।
মঙ্গলবার (১৪ মে) নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। যেখানে বোলারদের তালিকায় দুই ধাপ করে এগিয়েছেন বাংলাদেশি পেসার মারুফা ও স্পিনার নাহিদা।
দুই ধাপ এগিয়ে মারুফা অবস্থান করছে ২৭তম স্থানে আর নাহিদা ৩১তম স্থানে। এছাড়া পাঁচ ধাপ এগিয়ে ৮৪তম স্থানে উঠেছেন সুলতানা খাতুন। টাইগ্রেস বোলারদের মধ্যে অবশ্য সেরা অবস্থানে আছেন রাবেখা খান। ৭০০ রেটিং নিয়ে তার তিনি আছেন আটে।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন। আর ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। সেরা দশে নেই বাংলাদেশের কোনো ব্যাটার।
ভারতের বিপক্ষে বাজে পারফরম্যান্সে দুই ধাপ নিচে নেমে এ তালিকার ১৭তম স্থানে অবস্থান করছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।