টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানীর দিকে ঢাকা ক্যাপিটালস। হই-হুল্লোড় তুলে ফ্র্যাঞ্চাইজিটির বিপিএল অভিষেক মাটি হওয়ার পথে। স্বাগতিক হিসেবে তিন ম্যাচ হারার পর সুসময়ের খোঁজে তারা।
নতুন ভেন্যুতে ভাগ্য অবশ্য শুরুতে সঙ্গ দেয়নি। রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরেছে ঢাকা। টস জিতে ঢাকাকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় রংপুর।
দলে বেশ কিছু পরিবর্তন এনে আজকের ম্যাচে নেমেছে ঢাকা। সুযোগ পেয়েছেন সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহানদের মতো মারকুটে ব্যাটাররা। এছাড়া ইংলিশ তারকা জেসন রয়ও আছেন ঢাকার একাদশে। আইপিএল অভিজ্ঞ এই ব্যাটারের অন্তর্ভুক্তি ব্যাটিং সমস্যায় ভুগতে থাকা ঢাকাকে কিছুটা স্বস্তি দেবে।
এছাড়া গত ম্যাচে অধিনায়ক থিসারা পেরেরা সেঞ্চুরি ঢাকাকে আত্মবিশ্বাস দেবে। ওদিকে শুরুতে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে ঢাকায় ডাক পাওয়া ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন এই ম্যাচে।
সবমিলিয়ে সিলেটে নিজেদের প্রথম ম্যাচে বেশ গুছিয়েই নামছে ঢাকা। কিন্তু উড়তে থাকা রংপুরকে থামানো তাদের জন্য কঠিন। রংপুর আগের ম্যাচেই দুইশো রান তাড়া করে জিতেছে।
ঢাকা ক্যাপিটালস : থিসারা পেরেরা (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, জেসন রয়, সাব্বির রহমান, আমির হামজা, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবু।
রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, আজিজুল হাকিম তামিম, কামরুল ইসলাম রাব্বি, শেখ মেহেদি হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, অ্যালেক্স হেলস, আকিফ জাভেদ।
thebgbd.com/AR