লা লিগায় বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা। নিয়মিত একাদশের কয়েকজন ছাড়া মাঠে নেমেছিল তার; কিন্তু তাতে কোনো সমস্যাই হয়নি। দারুণ আক্রমণাত্মক ফুটবলে সহজেই ওসাসুনাকে হারাল কাতালানরা।
ম্যাচের শুরুতেই দলকে ফেররান তরেস এগিয়ে নেওয়ার পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান দানি ওলমো। বিরতির পর আরও এক গোল করে বার্সার জয় নিশ্চিত করেন রবের্ত লেভানদোভস্কি।
ঘরের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি বার্সা। একাদশ মিনিটে ফ্রেংকি ডি ইয়ং থেকে পাওয়া বল ক্রস বাড়ান আলেহান্দ্রো বালদে। বক্স থেকে সেটি সহজেই জালে পাঠান তররেস। দশ মিনিট পর ওলমোকে নিজেদের বক্সে ফাউল করেন ওসাসুনা গোলরক্ষক। পেনাল্টি পায় বার্সা। সফল স্পট কিকে ব্যবধান বাড়াতে ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড।
গোল করে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ওলমো। ২৭তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর লম্বা সময় অপেক্ষা করতে হয় বার্সাকে। এর মধ্যে বেশ কয়েকটি আক্রমণ চালালেও সফল হয়নি তারা। ৭৭তম মিনিটে ফের্মিন লোপেসের দারুণ ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন লেভানদোভস্কি।
প্রসঙ্গত, বার্সেলোনা ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ। ৩৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে ওসাসুনা।
thebgbd.com/NIT