আজ শুক্রবার দুপুরে মিয়ানমারের মধ্যাঞ্চলে এক শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের প্রভাবে ইয়াঙ্গুন ও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রয়টার্স জানায়, ভূমিকম্পের ফলে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ভবন থেকে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূগর্ভের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল এবং এটি মান্দালয় শহর থেকে ১৭.২ কিলোমিটার দূরে আঘাত হানে। ভূমিকম্পের পরপরই একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।
ক্ষয়ক্ষতি ও প্রতিক্রিয়া
তাৎক্ষণিকভাবে মিয়ানমার থেকে ক্ষয়ক্ষতির কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে ব্যাংককে একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।
মিয়ানমার ফায়ার সার্ভিসেস বিভাগের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আমরা ইয়াঙ্গুনে অনুসন্ধান শুরু করেছি এবং আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছি। এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আমাদের হাতে নেই।"
এদিকে, মান্দালয় থেকে পাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে ধসে পড়া ভবন এবং রাস্তায় ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপের ছবি দেখা গেছে। তবে রয়টার্স এসব তথ্য যাচা ই করতে পারেনি।
ইয়াঙ্গুন ও ব্যাংককে প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ রাস্তায় বের হয়ে আসে। বিশেষ করে ব্যাংককে বেশ কয়েকটি ভবনে ভূকম্পন অনুভূত হয়, ফলে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে বাধ্য হয়।
thebgbd.com/NIT