ঢাকা | বঙ্গাব্দ

ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা

ভূমিকম্পের পর ব্যাংককজুড়ে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
  • অনলাইন ডেস্ক | ২৯ মার্চ, ২০২৫
ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা ব্যাংককে ধসে পড়া বিল্ডিং।

মিয়ানমারে আঘাত আনা শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের ব্যাংকক নগরীতে ক্ষয়ক্ষতির পর দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর ব্যাংককজুড়ে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে শহরের উত্তরে ধসে পড়া ৩০ তলা নির্মাণাধীন আকাশচুম্বী ভবনও রয়েছে। নির্মাণাধীন ভবনটির ধসে অন্তত তিনজন শ্রমিক নিহত হয়েছেন। থাই উপ-প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই-এর বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

 

ফুমথাম ওয়েচায়াচাই বলেন, ‘মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে ব্যাংককে ধসে পড়া ভবনে ৮১ জন আটকা পড়েছেন। তাদের দ্রুত উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।’


সূত্র: এএফপি


এসজেড