ঢাকা | বঙ্গাব্দ

আলাভেসকে গোল বন্যায় ভাসিয়ে রিয়ালের রেকর্ড

সময়টা দারুণ কাটছে রিয়াল মাদ্রিদের। দুই দিন আগেই লা-লিগার শিরোপা নিয়ে ঘরে ফেরা দলটি চ্যাম্পিয়ন্স লিগেও ফাইনাল নিশ্চিত করে বসে আছে।
  • | ১৫ মে, ২০২৪
আলাভেসকে গোল বন্যায় ভাসিয়ে রিয়ালের রেকর্ড সংগৃহীত

সময়টা দারুণ কাটছে রিয়াল মাদ্রিদের। দুই দিন আগেই লা-লিগার শিরোপা নিয়ে ঘরে ফেরা দলটি চ্যাম্পিয়ন্স লিগেও ফাইনাল নিশ্চিত করে বসে আছে। এই আনন্দে নতুন মাত্রা যোগ করল আলাভেসের বিপক্ষে ম্যাচ। তুলনামূলক দুর্বল দলটির বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ।


ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার (১৪ মে) রাতে আলাভেসকে ৫-০ গোলে হারিয়েছে এক ম্যাচ আগেই শিরোপা পুনরুদ্ধার করা রিয়াল। দলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিউস জুনিয়র। একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন জুড বেলিংহাম। একবার করে জালের দেখা পান ফেদে ভালভার্দে ও আর্দা গুলার।


প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে রেকর্ডও গড়েছে রিয়াল। চলতি মৌসুমে লা-লিগার ৩৬ ম্যাচের মধ্যে ২০টিতেই কোনো গোল হজম করেনি রিয়াল, যা ক্লাবটির ইতিহাসের রেকর্ড। এর আগে ১৯৮৬-৮৭, ১৯৮৭-৮৮ ও ২০১৯-২০ মৌসুমে সর্বোচ্চ ১৯টি ম্যাচে ক্লিনশিট ছিল রিয়ালের। 


গোলবার অক্ষত রাখায় দুর্দান্ত পারদর্শিতা দেখিয়েছেন সদ্য ইনজুরি থেকে ফেরা থিবো কোর্তোয়া। আলাভেসের একের পর এক আক্রমণ রুখে দিয়ে বড় কীর্তি গড়েছেন তিনি। ২০০৮ সালে ইকার কাসিয়াসের পর রিয়ালের প্রথম গোলরক্ষক হিসেবে লা লিগার ম্যাচে ১০ বা এর বেশি সেভ করলেন তিনি।

 

ঘরের মাঠে ১০ মিনিটে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের ক্রসে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে বাম পায়ে দারুণ ভলি করেন বেলিংহ্যাম, বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়। ২৭ মিনিটে ব্যবধান বাড়ান ভিনিসিউস। বেলিংহ্যামের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে এদুয়ার্দো কামাভিঙ্গা এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে পাস দেন ছয় গজ বক্সের মুখে, জায়গায় দাঁড়িয়ে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিনিসিউস।


প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৩-০ করেন ভালভার্দে। বেলিংহামের পাস বক্সের বাইরে পেয়ে একটু ভেতরে ঢুকে বুলেট গতির শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের এই ফুটবলার। 

 

৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ান ভিনিসিউস। বেলিংহ্যামের থ্রু বল বক্সে পেয়ে প্রথম স্পর্শে জোরাল কোনাকুনি শটে গোলটি করেন তিনি। ৮১ মিনিটে আলাভেসের জালে পঞ্চম পেরেক ঢুকে দেন গুলার। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লা-লিগা চ্যাম্পিয়নরা।